
প্রিয় পাঠক, আরও একটি নতুন ব্লগ পোস্টে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারণ এন্ড্রয়েড এপ্লিকেশন, যে এপ্লিকেশনের মাধ্যমে আপনি সহজেই যে কোনো ছবিকে আপনার হাতে থাকা এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই কম্প্রেস অথবা রিসাইজ করতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এই এন্ড্রয়েড এপ্লিকেশন সম্পর্কে।
Android Photo Image Compressor And Resizer Application এন্ড্রয়েড ফটো ছবি কম্প্রেসর বা রিসাইজার এপ্লিকেশন।
প্রিয় পাঠক আমরা যে এপ্লিকেশনটি সম্পর্কে জানতে চলেছি তার নাম হল –
Android Application Name এন্ড্রয়েড এপ্লিকেশনের নাম
Puma Image Compressor, Resizer
Application Developer Name
Farluner Apps & Games
Application Developer Contact
Developer Address
Farluner Apps & Games ul. Dominikanska 21B 02-738 Warsaw
Application Modes
এই এপ্লিকেশনটি তিনটি সহজ উপায়ে ব্যাবহার করা যায়। আসুন জেনে নিই-

Auto: এই উপায়ে আপনাকে ফটো সিলেক্ট করে small, medium, Large তিনটি অপশনের যেকোনো একটি বেছে নিন এবং কম্প্রেস করুন।

File size: এই উপায়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ছবির সাইজ বেছে নিয়ে কম্প্রেস করতে পারবেন।

Resolution & Quality: এই উপায়ে ছবির যে রকম কোয়ালিটি বা রেজোলিউশন আপনি চান সেই হিসেবে আপনার ছবি কম্প্রেস করতে পারবেন।
Problems you can solve with this app যে সমস্যা গুলির সমাধানের জন্য এই এপ্লিকেশন
১. আপনি ইমেইলের মাধ্যমে একটি ছবি পাঠাতে চাইছেন কিন্তু ছবির বড় সাইজ এর জন্য পাঠাতে অনেক সময় লাগছে। তার জন্য আপনার ছবিটি কম্প্রেস করা প্রয়োজন।
২. আপনার মোবাইলের গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে তার সাইজ কমিয়ে রাখতে এই এপ্লিকেশনটি আপনাকে সাহায্য করবে। কারণ কম সাইজের ছবি রাখলে আপনার স্টোরেজ অনুযায়ী আরও বেশি সংখ্যক ছবি আপনার ডিভাইসে রাখা সম্ভব হবে।
৩. অনলাইনে আপনি ছবি আপলোড করতে চাইছেন কিন্তু তাদের নিয়ম মাফিক সাইজের ছবি আপনার কাছে নেই সেক্ষেত্রেও আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে উপকৃত হবেন।